শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬:৩২

এক চিলতে ছাউনির নিচে এক সমুদ্র ভালোবাসা

এক চিলতে ছাউনির নিচে এক সমুদ্র ভালোবাসা

এমটিনিউজ২৪ ডেস্ক : পরম যত্ন, মমতা আর হৃদয়ের গভীর টান, এসব অনুভূতি দিয়ে সম্পর্ক গড়ে উঠে। আর সেই সম্পর্ক যদি হয় ছিন্নমূল জীবনের কঠিন বাস্তবতার ভেতরেও নিঃস্বার্থ ভালোবাসায় গাঁথা, তবে তা যেকোনো রাজকীয় প্রেম কাহিনিকেও হার মানায়। ঠিক তেমনই এক ভালোবাসার গল্প গড়ে তুলেছেন খুলনা রেলস্টেশনে বসবাসকারী মোহাম্মদ ইমন ও তার স্ত্রী।

সপ্তাহখানেক আগে নগরীর শিববাড়ি মোড়ের ফুটপাতে তাদের সঙ্গে কথা হয় সময় সংবাদের, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গরীবের বুফে’ নামক খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নিতে এসেছিলেন এই দম্পতি।

দুই হাতে খাবারের প্যাকেট নিলেও, একজন আগে নিজে খায় না, অন্যজনের মুখে তুলে দেন ভালোবাসার ছোঁয়ায়। কখনো আবার শহরের অলিগলি ধরে হাতে হাত রেখে ঘুরে বেড়ান। তাদের দুজনের চোখেমুখে এক ধরণের প্রশান্তি, যা এই কঠিন শহরের ব্যস্ত মানুষদের মধ্যে দুর্লভ।

ইমনের মুখে শোনা গেল জীবনবোধে ভরপুর কিছু কথা। তিনি বলেন, 'কেউ খারাপ হতে চায় না। কিন্তু শাসন করার মানুষ না থাকলে কিভাবে ভালো হবে?' তার কথায় উঠে আসে রেলস্টেশনের ছায়ায় বসবাসকারী মানুষদের প্রতি সমাজের একতরফা দৃষ্টিভঙ্গির প্রতিবাদ।

তিনি বলেন, 'মানুষ বলে আমরা নেশা করি। কিন্তু তারা এটা দেখে না কেন আমরা করি। দুনিয়াতে মা-বাবার শাসন সন্তানের জন্য খুব জরুরি। আমাদের তো বাবা-মা নেই। আবার ভালো হওয়ার সুযোগও নেই।'

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে রেলস্টেশনে বাস করা এই মানুষটি জানালেন, আত্মীয়স্বজন কেউ নেই। একসময় ভালো হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সমাজ তাকে ফেরায়নি। তিনি বলেন, 'কখনো যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তার পিছনে দশজন লেগে যায়।'

স্ত্রীকে নিয়ে ইমন বলেন, 'রেলস্টেশন খারাপ জায়গা, তাই ওকে কখনো চোখের আড়াল করিনা।' এ কথা শুধু তার দায়িত্ববোধ নয়, এক অদ্ভুত ভালোবাসার প্রকাশ। শহরের ব্যস্ত ট্রেনলাইন, লোকজনের কোলাহল আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও তারা একে অপরের আশ্রয়।

দারুণ গান গাইতে পারেন তিনি। সেদিন খাবারের ফাঁকেও গেয়ে শোনান কয়েকটি গান। সুরের মধ্য দিয়ে যেন প্রকাশ পায় তার জীবনবোধ, কষ্ট আর স্বপ্ন।

স্ত্রীর হাত ধরে বিদায় নেওয়ার সময় তার গলায় ভেসে আসে গান, 'সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায়...' গানের সুর থেমে গেলেও, তার কণ্ঠে যেন প্রশ্ন রেখে যায় পুরো সমাজের কাছে।

ইমন ও তার স্ত্রীর এই জীবনসংগ্রামের গল্প শুধুমাত্র একটি ছিন্নমূল দম্পতির গল্প নয়। এটি এক মর্মস্পর্শী চিত্র, যেখানে ভালোবাসা, মানবিকতা ও সম্মানের প্রশ্নগুলো ঘুরেফিরে আসে আমাদের প্রতিদিনের অসচেতন সমাজের সামনে।

খুলনার রেলস্টেশনে থাকা এই দম্পতি প্রমাণ করে, ঘর না থাকলেও ভালোবাসা থাকতে পারে, ঠিকানা না থাকলেও সম্মান পাওয়ার অধিকার থাকে। সূত্র : সময়নিউজ.টিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে