এমটিনিউজ২৪ ডেস্ক : ইলিশ আহরণ ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই খুলনার বাজারে দেখা মিলেছে বহু প্রতীক্ষিত ইলিশ মাছের। কয়েকটি দোকানে অল্প কিছু ইলিশ উঠলেও দাম রয়েছে চড়া, আর ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সোমবার (২৭ অক্টোবর) রাতে রূপসা, ময়লাপোতা ও নিউ মার্কেট এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মিলছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়, আর ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ টাকায়। প্রতি কেজিতে চারটি করে জাটকা ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
সরবরাহ কম থাকায় ক্রেতাদের আগ্রহও তুলনামূলক কম-অনেকে কিনছেন, আবার কেউ কেউ অপেক্ষা করছেন দাম কমার আশায়। তবে অনেক ক্রেতাই সন্দেহ প্রকাশ করছেন, এগুলো কোল্ড স্টোরেজে রাখা পুরোনো ইলিশ হতে পারে।
মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, ‘অনেক দিন ইলিশ কিনতে পারিনি, নিষেধাজ্ঞা ছিল। আজ একটু বেশি দাম হলেও কিনে ফেললাম।’
অন্য এক ক্রেতা রুবিনা আক্তার বলেন, ‘এই ইলিশগুলো দেখে মনে হচ্ছে ঠান্ডা রাখা, হয়ত কোল্ড স্টোরেজের। কয়েক দিন পর যখন তাজা ইলিশ আসবে, তখন কিনবো।’
এদিকে, বিক্রেতারা বলছেন, বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে, তা স্থানীয় নদীতে ধরা। সমুদ্রের ইলিশ আসতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে। ময়লাপোতা বাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘ইলিশগুলো কোল্ড স্টোরেজের না, স্থানীয় নদীর। সরবরাহ কম থাকায় দাম একটু বেশি।’
রূপসা বাজারের মাছ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘এখনও সরবরাহ একদম কম। নদীতে তেমন ইলিশ উঠছে না। সাগরের ইলিশ আসতে আরও তিন-চার দিন সময় লাগবে। তখন দাম কিছুটা কমবে বলে আশা করছি।’
নিউ মার্কেটের বিক্রেতা শওকত আলী বলেন, ‘নিষেধাজ্ঞা শেষের পর জেলেরা এখনও পুরোপুরি সমুদ্রে নামেনি। যখন নিয়মিত ধরা শুরু হবে, তখন সরবরাহ বাড়বে, দামও কিছুটা কমবে।’
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষের পর বাজারে সীমিত পরিমাণ ইলিশ উঠলেও দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে।
তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে বাজারে আবারও ফিরবে ইলিশের সেই উৎসবমুখর আবহ।