রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭:৪১

খুলনায় আজ হঠাৎ ডিমের হালি কত হলো জানেন?

খুলনায় আজ হঠাৎ ডিমের হালি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : শীত মৌসুমে শাক-সবজিসহ প্রায় সব ধরনের তরিতরকারির দাম কমেছে। তবে এর মধ্যে আলুর দাম অস্বাভাবিক ভাবে কমে গিয়ে বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় ১০০ টাকায় ৮ কেজি আলু বিক্রি হচ্ছে। যা কিছুদিন আগেও প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। নগরীর অলিগলি ঘুরে ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে হ্যান্ড মাইকের মাধ্যমে নতুন আলু বিক্রি করতে দেখা যাচ্ছে।

চলতি মৌসুমে কৃষকের মাঠে উৎপাদন বৃদ্ধি এবং বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, পেঁয়াজের কালি, কাঁচাঝালসহ বিভিন্ন শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছ ও মাংসের দামে কোনো প্রভাব পড়েনি।

 গতকাল নগরীর রূপসা, নিরালা, ময়লাপোতা সন্ধ্যা বাজার ও নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২০-২৫ টাকা, শিম প্রকারভেদে ২০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০-৩৫ টাকা, মূলা ২৫-৩০ টাকা, গাজর ও টমেটো ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খিরার দাম কমেনি, যা এখনো ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দল ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, কাঁচাঝাল ৭০-৮০ টাকা, পেঁয়াজ ৫০-৬০ টাকা এবং রসুন ৭০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 ডিমের দাম কিছুটা কমলেও মাছ ও মাংসের দামে স্বস্তি নেই। সাদা ডিম প্রতি হালি ৩২-৩৬ টাকা এবং লাল ডিম ৩৬-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে রুপচাঁদা ৯০০ থেকে ১৬০০ টাকা, ইলিশ ৮৫০ থেকে ১৪০০ টাকা, চাকা চিংড়ি ৬০০-৭০০ টাকা, বাগদা চিংড়ি ৭০০-১২৫০ টাকা, গলদা চিংড়ি ৮৫০-১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই ২৫০-৩২০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা এবং পাবদা মাছ ৩৫০-৪৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি, কক ও সোনালি ২৩০ টাকা এবং গরুর মাংস ৭০০-৭৫০ টাকা ও খাসির মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ময়লাপোতা সান্ধ্য বাজারের সবজি বিক্রেতা আমিরুল বলেন, আমদানি বেশি হওয়ার কারণে সবজির দাম অনেক কমে গেছে। দাম কমার সঙ্গে সঙ্গে আমাদের বিক্রিও কমে গেছে।এ বাজারেরর আরেক বিক্রেতা নয়ন জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছু সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে।বাজার করতে আসা সরকারি চাকরিজীবী মো. শহিদুল ইসলাম বলেন, সবজির দাম কমলেও রান্নার জন্য প্রয়োজনীয় চিংড়ি মাছের দাম তো কমেনি।

 রূপসা বাজারের সবজি বিক্রেতা আরিফ বলেন, কাঁচামালের আড়তে সবজি বেশি থাকায় বাজারে দাম কম।নিরালা বাজারের বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, দাম কমার কারণে আমাদের আয় কমে গেছে। আগে যে সবজি ৭০-৮০ টাকায় বিক্রি হতো, এখন তা ২৫-৩০ টাকায় নেমেছে। অনেক ক্রেতা এখন বাজারে না এসে ভ্যান থেকেই সবজি কিনে নিচ্ছে।

বাজার করতে আসা গৃহিনী সুমাইয়া রহমান বলেন, বাসা থেকে বের হলেই চারদিকে শুধু সবজি, ভ্যানে, রাস্তায়, বাজারে সবজি আর সবজি।সব মিলিয়ে শীতকালীন সবজির দামে ভোক্তারা স্বস্তি পেলেও, ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষক ও খুচরা বিক্রেতারা পড়েছেন দুশ্চিন্তায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে