বুধবার, ০১ জুন, ২০১৬, ১২:২৩:৪৭

আত্মসমর্পণ করা সেই ‘মাস্টার বাহিনী’র বিরুদ্ধে ২ মামলা

আত্মসমর্পণ করা সেই ‘মাস্টার বাহিনী’র বিরুদ্ধে ২ মামলা

খুলনা : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’ খ্যাত বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দ ‘টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব-০৮ এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার একটিতে আসাদুল ইসলাম কোকিল (২৭) ও আরেকটিতে ৯ বনদস্যু মোস্তফা শেখ ওরফে মাস্টার (৪৬), সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ (৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদারকে (২২) আসামি করা হয়েছে।

আসামিদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মংলা থানার ওসি শেখ লুৎফুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করার পর মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যুকে সন্ধ্যায় মংলা থানা পুলিশের কাছে দেয় র‌্যাব। আইনি প্রক্রিয়ায় দুপুরে তাদের আদালতে তোলা হবে।
০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে