শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৬:৫১:০৭

ইনিও নিখোঁজ, বাসা ছেড়ে বাপের বাড়ি ফিরে গেলেন স্ত্রী

 ইনিও নিখোঁজ, বাসা ছেড়ে বাপের বাড়ি ফিরে গেলেন স্ত্রী

খুলনা : ইনিও নিখোঁজ, সাড়ে ৩ মাস হলো।  খোঁজ মিলছে না তার।  খুলনায় সাঈদুর রহমান (২২) নামে এই যুবক সাড়ে ৩ মাস নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে ঘটনার ২ মাস পর খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তার স্ত্রী ভাড়া বাসা ছেড়ে বাপের বাড়িতে ফিরে গেছেন।  পুলিশ এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।  নিখোঁজ সাঈদের ৬ মাসের একটি শিশু সন্তান রয়েছে।  

সাঈদ খুলনার দৌলতপুর জুট মিলের বদলি শ্রমিক ছিলেন এবং অবসরে শ্যালকের চায়ের দোকানে কাজ করতেন।  সাঈদের মা শাহানারা বেগম বলেন, সাঈদ খালিশপুরে তার শ্বশুরবাড়িতে থাকাকালে গত ১৪ এপ্রিল স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সকাল ১০টার পর থেকে নিখোঁজ হয়।  

এরপর বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হয়।  ফেনী সদরের তার নিজ গ্রামের বাড়িসহ যেখানে আত্মীয়রা থাকেন তাদের কাছেও খোঁজ নেয়া হয়।

কিন্তু সাঈদের খোঁজ না পেয়ে গত ২১ জুন খুলনার খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাঈদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খালিশপুর থানার এসআই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আলিমউজ্জামান বলেন, ঘটনার ২ মাস পর ছেলের মা থানায় একটি জিডি করেন।  তিনি থাকতেন শ্বশুরবাড়িতে।  জিডি হওয়ার পর উভয় পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে।  কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারছে না।

এর আগে খুলনা থেকে ৭ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।  নিখোঁজরা হলেন খালিশপুর এলাকার বাসিন্দা সদর থানার জিন্নাহপাড়া এলাকায় কোচিং সেন্টারের পরিচালক মাসুদ রানা (২৭), মুজগুন্নি কাজীপাড়া এলাকার কাজী আতিয়ার রহমানের ছেলে কাজী মো. শাওন (২৬), মুজগুন্নি এলাকার জহিরুল হকের ছেলে সাইদুর রহমান (১৯), দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মনির হোসেন (৩৫), মহেশ্বরপাশার মৃত নূর ইসলামের ছেলে জাকির হোসেন (১৭) ও মৃত আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মোল্লা (১৫) এবং দৌলতপুর পাবলা কারিকরপাড়ার সাইদুর রহমানের ছেলে খন্দকার সোহেল সুলতান (২৫)।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে