কুড়িগ্রাম : ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তার মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও ভোজের আয়োজন করা হয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারীতে।
চিলমারীর দক্ষিণ সাদুল্যা (দহবন্দ) এলাকার মৃত ফজল আলীর পুত্র মো. নওশাদ আলী তার বাড়িতে এই মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
গতকাল যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল প্রকাশের পর নওশাদ আলী আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে দুপুর ২টায় তিনি তার বাড়িতে ট্রাম্পের মঙ্গল কামনা করে এক মিলাদ মাহফিল ও মিলাদ শেষে তিনি শতাধিক মানুষকে খাওয়ান।
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি