কুড়িগ্রাম থেকে : বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পাশ কাটাতে গিয়ে সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গাড়িসহ বহরে থাকা ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উত্তর সুখাতী বৈদ্যটারী জোড়া ব্রিজ নামক এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি কুড়িগ্রাম থেকে সড়ক পথে অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় একটি রাস্তার কাজ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছিলেন।
পথিমধ্যে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের নাগেশ্বরীর উত্তর সুখাতী বৈদ্যটারী জোড়া ব্রিজ নামক এলাকায় একটি বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পাশ কাটানোর সময় মন্ত্রীর গাড়ির সামনে থাকা পুলিশ ভ্যান সাইরেন বাজালে আতঙ্কিত হয়ে ঠেলাগাড়ি চালক তা দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করে।
দুর্ঘটনা এড়াতে পুলিশ ভ্যানের চালক তাৎক্ষণিক শক্তভাবে ব্রেক কষলে পিছনে থাকা মন্ত্রীর গাড়ি ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একইভাবে এলজিইডি প্রধান প্রকৌশলীর গাড়িসহ বহরে থাকা আরও ২টি গাড়ি পরপর পিছন থেকে একটি আর একটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মন্ত্রী ও এলজিআরডি প্রধান প্রকৌশলীর গাড়ির সামনে ও পিছনের বাম্পার এবং পুলিশ ভ্যানের পিছনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়।
১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস