কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসায় প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পান্তা-ইলিশ ও শুটকি মাছের ভর্তা পরিবেশনের মাধ্যমে বাঙালির সর্বজনীন উৎসব ‘পহেলা বৈশাখ’ পালন করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম বন্ধনের উদ্যোগে ও মাদ্রাসা সুপার উমর আলী খানের তত্ত্বাবধায়নে এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বর আলী মুসা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
মাদ্রাসাটির দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম ও জিয়াউর জানান, আমরা এই প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপন করছি। আমাদের অত্যন্ত আনন্দ লাগছে যে আমরা বাঙালি জাতির প্রাণের উৎসবে অংশ নিতে পারছি। আমরা চাই প্রতি বছর যেন আমাদের মাদ্রাসায় এই উৎসব পালন করা হয়।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জোবাইয়া আক্তার, মোনালিসা ও খাদিজা জানায়, এই অভিজ্ঞতা আমাদের জন্য প্রথম। আমরা চাই আমাদের মাদ্রাসায় যেন এই ধরনের বাঙালি উৎসবগুলো নিয়মিত পালন করা হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট উমর আলী খান বলেন, ‘আমরা এবারই প্রথম বাংলা নববর্ষ উদযাপন করছি। আমাদের শিক্ষার্থীরা বেশ উপভোগ করছে। এবার ছোট পরিসরে হলেও আগামীতে এটি বড় আয়োজনে পালন করার উদ্যোগ নেওয়া হবে। ’
এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে শোভাযাত্রায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম,পৌর মেয়র আব্দুল জলিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ পৃথক একটি শোভাযাত্রা বের করে। পহেলা বৈশাখ ও ‘প্রচ্ছদ’ এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এই শোভাযাত্রায় প্রচ্ছদ এর সভাপতি জুলকারনাইন স্বপনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ নেন।
এছাড়াও ‘প্রচ্ছদ’ পৌর মিলনায়তনে দুইদিন ব্যাপী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে