বুধবার, ১৪ জুন, ২০১৭, ০৯:০৬:২০

সীমান্তে বিএসএফের আঘাতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

সীমান্তে বিএসএফের আঘাতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

কুড়িগ্রাম থেকে : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া পাথরের আঘাতে নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ জুন) সকালে জিঞ্জিরাম নদীর বারবান্দা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে বিজিবি ও পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত গরু ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬৬ এর কাছে কালাই নদীতে একটি ব্রিজের নিচ দিয়ে গরু আনতে গেলে ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কালাইয়ের চর ব্রিজের ওপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত পেয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার তার লাশ বাংলাদেশের ভেতরে জিঞ্জিরাম নদীতে ভেসে ওঠে।

৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে