বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৫:৪০:০১

গভীর রাতে প্রেমিকের সাথে গৃহবধূকে হাতেনাতে ধরে পুলিশে দিলে জনতা

গভীর রাতে প্রেমিকের সাথে গৃহবধূকে হাতেনাতে ধরে পুলিশে দিলে জনতা

কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের চিলমারীতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক সন্তানের পিতাকে এলাকাবাসী হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছে। পরে মঙ্গলবার প্রেমিককে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকার আবেদুল ইসলাম এক সন্তানের জনকের সঙ্গে মিয়াপাড়া এলাকার জনৈকের স্ত্রী এক সন্তানের জননী এর সঙ্গে মাটিকাটা প্রকল্পের কাজ করার সময় গত ৩ বছর আগে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

এরই জের ধরে প্রেমিকার স্বামী বাড়িতে না থাকায় গত রোববার দিবাগত রাতে আবেদুল প্রেমিকার বাড়ি গেলে এলাকার লোকজন তা টের পেয়ে দু’জনকে আটক করে এবং পরদিন চিলমারী থানায় সোপর্দ করে।

চিলমারী থানা পুলিশ দিনভর আটক রাখার পর সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করলে প্রেমিক-প্রেমিকার বক্তব্য সন্দেহ হওয়ায় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সিদ্ধান্ত দিতে না পারায় তাদের পুনরায় থানায় নিয়ে আসা হয়। এবং প্রেমিকের বিরুদ্ধে উক্ত গৃহবধূ একটি সম্ভ্রমহানীর মামলা দায়ের করেন।

এ ব্যাপারে প্রেমিকা জানান, গত ৩ বছর থেকে আবেদুলের সঙ্গে আমার সম্পর্ক আমি তার ঘর করতে চাই সে আমাকে বিয়ের কথা বলে আমাকে ব্যবহার করেছে আমি তার বিচারও চাই।

তবে প্রেমিক আবেদুল প্রেমের সম্পর্কের কথা শিকার করে বলেন, প্রেম ছিল তবে দেড় বছর আগে আর ঘটনার দিন রাতে সে আমাকে ফোন করে ডেকে কৌশলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা শিকার করে বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় এলাকার জনগণ তাদের আটক করে পরে চিলমারী থানায় খবর দিলে আমরা তাদের আটক করি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে