কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে প্রেমের টানে একে অন্যের দেশে আটক প্রেমিক-প্রেমিকাকে নিজ দেশে হস্তান্তর করা হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রেমিককে এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে প্রেমিকাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বিজিবির কাছে হস্তান্তর করা শাহনাজ খাতুন (১৪) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সাহাটারী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। অন্যদিকে বিএসএফের কাছে হস্তান্তর তাপস রায় রাম সিং (২৫) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার জায়গীর বালাবাড়ী তৃতীয় খন্ডের তাপান রায় রাম সিংয়ের ছেলে।
জানা গেছে, বাংলাদেশের মেয়ে শাহনাজের সঙ্গে ভারতের ছেলে তাপসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার গভীর রাতে তাপস বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তিনি প্রেমিকা শাহনাজকে নিয়ে নাগেশ্বরীর চান্দেরহাট সীমান্তে ৯৪৯নং পিলারের পাশে কাঁটাতারের নিচে সরু ইউড্রেনের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করেন।
সে সময় শাহনাজের গ্রামবাসীর ধাওয়ায় তাপস ধরা পড়লেও শাহনাজ কাঁটাতারের ওপারে চলে যায়। এ নিয়ে সীমান্তবর্তী দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে শাহনাজকে ফেরত পেতে বিজিবি ও তাপসকে ফেরত পেতে বিএসএফের মধ্যে কয়েকদফা চিঠি আদান-প্রদান হয়।
মঙ্গলবার সকাল ১১টায় ৯৪৯নং আন্তর্জাতিক পিলারের পাশে দুই পক্ষের মধ্যে প্রথম দফা পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামখানা বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবদুস সোবাহান ও ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার জায়গীর বালাবাড়ী বিএসএফ ক্যাম্প ইনচার্জ রাকেশ সিং।
সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ হয়। বিকাল পৌনে ৫টায় অমীমাংসিতভাবে শেষ হয় দ্বিতীয় দফা পতাকা বৈঠক। বিকাল সাড়ে ৫টায় তৃতীয় দফা পতাকা বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় একই স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ক্রমে শাহনাজকে বিজিবির হাতে ও তাপসকে বিএসএফের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস