বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ১০:২১:০৭

আলু ভর্তা দিয়ে ভাত খাবে না নাহিদ!

আলু ভর্তা দিয়ে ভাত খাবে না নাহিদ!

এম. হাসান: নাহিদ গো ধরেছে সে ভাত খাবে না। আলু ভর্তা দিয়ে সে কিছুতেই ভাত খাবে না। কিন্তু নাহিদের মা নাজমা নাছোরবান্দা। সে ছেলেকে আলু ভর্তা দিয়েই ভাত খাওয়াবে। ছেলে কান্না করছে আর মা ভাতের প্লেট হাতে বারবার বলে যাচ্ছে, বাবা কওছো খা!

এটা কোন নাটকের দৃশ্য না। এরকম একটি দৃশ্য বাস্তবে পাওয়া গেল কুড়িগ্রাম সদর উপজেলার পাচগাছি এলাকার একটি রাস্তায়। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত আরো পাঁচ হাজার পরিবারের সাথে নাজমা তার দিনমজুর স্বামী ও একমাত্র সন্তান নাহিদকে নিয়ে আশ্রয় নিয়েছে।

নাজমা জানায়, বাড়িতে পানি ঢুকলে গত শুক্রবার রাতে তারা রাস্তায় এসে আশ্রয় নেয়। বাড়িতে খাবার মজুদ না থাকায় সঙ্গে কোন খাবার নিয়ে আসতে পারেনি। সরকারের কাছ থেকেও কোন ত্রান পায়নি। ফলে এর ওর কাছ থেকে খাবার নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া ছাড়া কোন উপায়ও নেই। তরকারি রান্না করার মতো যে কিছুই নাই তার কাছে। কিন্তু তার ছেলে ভর্তা দিয়ে ভাত খাবে না।

নাজমার মতো রাস্তায় যারা আশ্রয় নিয়েছে তাদের অধিকাংশই জানান, আশ্রয় নেয়ার পাঁচ দিন হলেও তারা কোন ত্রান পাননি। অনাহারে দিন কাটছে অনেকেরই।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ত্রান কর্মকর্তা এনামুল হক জানান, তারা অগ্রাধিকার ভিত্তিতে ত্রান বিতরণ করছে। যাদের একেবারে রান্না করার মতো কিছু নাই তাদেরকে ত্রান দেয়া হচ্ছে। পাচগাছি এলাকায় যারা আশ্রয় নিয়েছে তাদেরও ত্রান দেয়া হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে