কুড়িগ্রাম: নির্জন রাস্তার ধারে খেলা করছিল দুইটি শিশু। অপরিচিত এক ব্যক্তি এসে প্রথমে তাদের চানাচুর খেতে দেন। পরে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে তাদের অটোরিকশায় তুলে নেন।
নাগেশ্বরী বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে নেমে বাসে ওঠার সময় জোরে চিৎকার আর কান্নাকাটি শুরু করে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই দুই শিশু। এগিয়ে আসেন স্থানীয়রা। শিশু দুইটিকে রেখে পালিয়ে যান ওই ব্যক্তি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগমের স্বামী কামাল হোসেন তাদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিজেদের বুদ্ধিতে অপহরণ থেকে রক্ষা পাওয়া ওই দুই শিশু হল রওশনারা খাতুন এবং আফরোজা খাতুন।
রওশনারা দিনমজুর নুর ইসলামের এবং আফরোজা খাতুন আব্দুল আলিমের মেয়ে। তারা উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ ২নং আবাসনের বাসিন্দা।
নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ জানান, রাতেই দুই শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
নুর ইসলাম এবং আব্দুল আলিম জানান, অন্যান্য দিনের মতো ওইদিন কাজ শেষে বাড়ি ফেরেন তারা। মেয়েকে না পেয়ে ভেবেছিলেন হয়তো আশেপাশে কারো বাড়িতে আছে তারা। পরে কামাল হোসেনের ফোন পেয়ে থানায় ছুটে যান।
নাগেশ্বরী থানার ওসি জাকির উল ইসলাম চৌধুরী জানান, অপহরণকারী অবস্থা বুঝে পালিয়ে গেলেও তাকে ধরতে কাজ করছে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস