শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৩৬:৫১

যে কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইউএনওর গাড়ি ভাংচুর করেছে পরীক্ষার্থীরা

যে কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইউএনওর গাড়ি ভাংচুর করেছে পরীক্ষার্থীরা

কুড়িগ্রাম থেকে : পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়ের গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার অন্য কোন কেন্দ্রে না গিয়ে যাদুরচর উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ফলে পরীক্ষা শেষে দুপুরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
 
তারা স্কুলের দরজা, জানালা ও রুমে রুমে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে পরীক্ষা কেন্দ্রে রাখা ইউএনওর একটি জিপসহ শিক্ষকদের দশটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়কে অবরুদ্ধ করে তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দীপঙ্কর রায় জানান, আমিসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত সব কর্মকর্তারা সঠিক ও সন্দুরভাবে দায়িত্ব পালন করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে