কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলমান মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। সমাবেশ শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে ।
বুধবার বেলা তিনটায় নাগেশ্বরী বাজার মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় টুর্নামেন্ট বন্ধে দাবিতে ইউএনও’কে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিএমএম আনছার আলী রয়েল, উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শাফী, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ। গত ৮ মার্চ থেকে নাগেশ্বরী কলেজ মাঠে রোমানা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছে।
এমটিনিউজ/এসএস