বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩২:৪৬

সাধুর ভেলকিতে ৯ লাখ টাকা গচ্চা!

সাধুর ভেলকিতে ৯ লাখ টাকা গচ্চা!

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রবাদ আছে- ‌‘লোভে পাপ, পাপে ধ্বংস’। এমন ঘটনাই ঘটেছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর সদর ইউনিয়নের এক ইউপি সদস্যের ক্ষেত্রে। সাধুর ভেলকিতে এক মণ সোনা পাওয়ার আশায় গচ্চা গেল তার ৯ লাখ টাকা। জিয়াউর রহমান নামের ওই ইউপি সদস্য রাতারাতি হতে চেয়েছিলেন বড়লোক, কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি। দুই ভণ্ড সাধুর ফাঁদে পড়ে সর্বনাশ হলো তার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মেম্বারপাড়া গ্রামে। প্রতারিত ওই মেম্বারের বর্ণনায় জানা গেছে, গত এক মাস আগে ঢাকার কেরানীগঞ্জ এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি গ্রামের আবুল কাশেম (৪০) নামের দুই সাধুকে তার বাড়িতে ডেকে এনে তিনি দাওয়াত খাওয়ান। মেম্বারের আপ্যায়নে খুশি হয়ে তারা অলৌকিক টাকা বানানোর লোভ দেখান। সেখানেই তারা বিশ হাজার টাকাকে চল্লিশ হাজার টাকা বানিয়ে দেন! এতে লোভ বেড়ে যায় মেম্বার জিয়াউর রহমানের। তিনি আবার ওই দুই সাধুকে গত মঙ্গলবার দাওয়াত করে তার বাড়িতে আনেন। এবারের আপ্যায়নটা অন্যরকম। আয়োজনও বেশি। খাবারের পর দুই সাধু তাকে বলেন, আল্লাহর ইবাদত করার জন্য আমরা ভারতের জঙ্গলে চলে যাব। জানিনা আর কোনোদিন ফিরে আসা হয় কিনা। তার আগে তোর একটা কাজ করে দিতে চাই। তোর যত টাকা আছে সব এক জায়গায় জড়ো কর, তা সোনা বানিয়ে দেব। সাধুদের কথায় জিয়াউর রহমান ৯ লাখ টাকা ড্রামের ভেতর রেখে ঘরের মাটির নিচে পুঁতে রাখেন। সাধুরা জানান, ৭ দিন পর পুঁতে রাখা টাকা সব সোনা হয়ে যাবে। এ অবস্থায় বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে যায় ওই দুই সাধু। এতে তাদের মনে সন্দেহ জাগে। পরে মাটি খুঁড়ে দেখে, ড্রামের ভেতর একটি টাকাও নেই। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মেম্বার জিয়াউর রহমানের ভাষ্য, ধার-দেনা করে তিনি ৯ লাখ টাকা জড়ো করেছিলেন। সব শেষ হয়ে গেছে। তিনি আক্ষেপ করছিলেন, এখন আমার কি হবে? একই ইউপির চেয়ারম্যান নুর-ই শাহী ফুলের কাছ থেকেও তিনি দুই লাখ টাকা ধার এনে ড্রামে রেখেছিলেন, কিন্তু বিষয়টি চেয়ারম্যানকেও জানাননি তিনি। চেয়ারম্যান নুর-ই শাহী ফুল তা নিজেই স্বীকার করেছেন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে