কুড়িগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
নির্বাচনে তিনি মোট পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট।
এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।