বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৭:০৪

পানির বোতল নিয়ে মামা-ভাগ্নের লড়াই

পানির বোতল নিয়ে মামা-ভাগ্নের লড়াই

কুড়িগ্রাম প্রতিনিধি : একই প্রতীকে জমেছে মামা-ভাগ্নের লড়াই। মামা-ভাগ্নের লড়াইয়ে সর্বত্র মুখরোচক আলোচনা। ঘটনাটি নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে। ভিন্ন ওয়ার্ডে একই প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন মামা আর ভাগ্নে। তাদের প্রতীক পানির বোতল। ৫নং ওয়ার্ডে পানির বোতল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক মামা সামছুল আলম দুলু। উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাধারণ সম্পাদক ভাগ্নে হাবিবুল হক মৃধা ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামা-ভাগ্নে একই প্রতীক পাওয়ায় পৌরসভার সর্বত্র বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে। কৌতুহলবশত অনেকেই বলছেন, কার বোতলে ভোটাররা তৃষ্ণা মেটাবে? ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে