কুড়িগ্রাম : নাগেশ্বরীতে ফেলানীর ছোট ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে পরিবারের হাতে বিদেশি জাতের একটি গাভী তুলে দিলেন ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, মা জাহানারা বেগমসহ ছোট ভাই-বোনদের হাতে তিনি তা তুলে দেন।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রিয় অর্থ বিষয়ক উপ সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ সম্পাদক শাকিল আহমেদ, রাসেল খানসহ ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রিয় ছাত্রলীগ সভাপতি শোভন ফেলানীর বাবা মাকে বলেন ‘আমরা জানি সরকারের সহায়তায় আপনাদের পরিবারের অভাব ঘুচে গেছে। তারপরেও তার ছোট ৫ ভাই-বোন মালেকা খাতুন, কাজলী খাতুন, জাহান আলী, আরফান আলী, আক্কাছ আলীর পড়ালেখার সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগের এ ক্ষুদ্র প্রয়াস। বিদেশী জাতের এ গাভী প্রতিপালন করে এর আয়ে সন্তানের পড়ালেখার খরচ চালাবেন।’