শনিবার, ০৩ আগস্ট, ২০১৯, ০৭:২৯:৩০

গ্যাস লাইটার থেকে ঘরে আগুন, পুড়ে ছাই তিন মাসের শিশু!

গ্যাস লাইটার থেকে ঘরে আগুন, পুড়ে ছাই তিন মাসের শিশু!

কুড়িগ্রাম থেকে : গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন মাসের শিশু। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারীতে। 

আজ শনিবার দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের পূর্ব নটারকান্দি এলাকায় ইয়া মনি নামে দুই মাস ২২দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পূর্ব নটারকান্দি গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে শিশুরা গ্যাস লাইটার নিয়ে খেলছিল। এ সময় গ্যাস লাইটার থেকে খড়ের ঘরে আগুন লাগলে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে আমিনুল ইসলামের দুই মাস ২৮দিন বয়সী মেয়ে পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ছাড়াও ঘরের কাপড়-চোপড়, ধান-চালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে