কুড়িগ্রাম: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার একইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু'লিতে এক ভারতীয় যুবক নিহ'ত হয়েছেন।
শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে এ ঘটনা ঘটে। সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলারের (১০৫২-২-এস) কাছে ওই যুবক গু'লিবি'দ্ধ হন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বলেন, শুক্রবার সকালে সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অ'বৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন ভারতীয় ওই যুবক। এ সময় জিরো লাইনের দেড়শ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে গু'লি ছোড়ে বিএসএফ। এতে ওই ভারতীয় যুবক গু'লিবি'দ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রা'ণ হা'রান। পরে বিএসএফ সদস্যরা তার ম'রদে'হ নিয়ে যায়।
লে. কর্নেল এসএম আজাদ আরও বলেন, নিহ'ত ব্যক্তি ভারতীয় বলে জানতে পেরেছি। জিরো লাইন থেকে দেড়শ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গু'লিবি'দ্ধ হয়ে নিহ'ত হন তিনি। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হবে।
স্থানীয়রা জানায়, নিহ'ত ব্যক্তি গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অ'বৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় তাকে বাংলাদেশি ভেবে গু'লি করে বিএসএফ।