কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী সী'মা'ন্তে ভারতীয় সীমা'ন্তর'ক্ষী বা'হি'নী বিএসএফের গু'লিতে এক বাংলাদেশি নি'হ'তের ঘ'ট'না ঘ'টেছে। তিন দিন পর শুক্রবার ক'বর থেকে তার লা'শ উ'ত্তো'লন করা হয়।আদা'লতের নি'র্দেশে শুক্রবার লা'শটি ক'বর থেকে উ'ত্তো'লন করে ম'য়'নাত'দ'ন্তের জন্য জেলা শহর কুড়িগ্রাম হাসপাতাল ম'র্গে পা'ঠা'নো হয়েছে।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হোসেন জানান, আদালতের নির্দেশে শুক্রবার দুপুরে রৌমারীর দাঁ'তভা'ঙ্গা ইউনিয়নের চর ই'টা'লুকা'ন্দা গ্রাম থেকে বিএসএফের গু'লি'তে নি'হ'ত আখিরুল ইসলামের (২২) লা'শ নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলামের উপ'স্থি'তিতে উ'ত্তো'লন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিনুল ইসলামসহ নিহ'ত আখিরুলের স্ব'জ'নরা উপ'স্থি'ত ছিলেন। নিহ'ত আখিরুল দাঁ'তভা'ঙ্গা ইউনিয়নের চরইটা'লুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সী'মা'ন্ত পা'র হয়ে ভারতে প্রবেশ করে গরু আ'নতে যায়। গরু নিয়ে গ'ভী'র রাতে সী'মা'ন্তের ১০৫২ ও ১০৫৩নং মে'ইন পি'লা'র মাঝামাঝি এলাকা দিয়ে আসার পথে ভারতের আসামের আলগা ক্যা'ম্পের টহ'লর'ত বিএসএফ জো'য়া'নরা তাদের ল'ক্ষ্য করে গু'লি ছো'ড়ে। এ সময় আখিরুল ইসলাম বিএসএফের গু'লিতে নি'হ'ত হন। পরে ম'য়'নাতদ'ন্ত ছাড়া স্বজনরা রাতেই নি'হ'তের লা'শটি দা'ফ'ন করে। এ কারণে আ'দালতের নি'র্দে'শে শুক্রবার তার লা'শ উ'ত্তো'লন করা হয়।