মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩১:১৬

মামলা করতে গিয়ে আদালতে 'পান চিবিয়ে' নিজেই কারাগারে

মামলা করতে গিয়ে আদালতে 'পান চিবিয়ে' নিজেই কারাগারে

কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের আদালত কক্ষে পান চিবানোর কায়দা ও হাবভাব দেখে স'ন্দে'হ হলে বিচারকের নির্দেশে বিষয়টি খ'তিয়ে দেখার পর জেল হাজতে পাঠানো হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব‌্যক্তিকে। হ'ত্যাচে'ষ্টার মিথ্যা মামলা করতে গিয়ে আদালতকে বি'ভ্রা'ন্ত করার চেষ্টা ও প্রতা'রণার অ'ভিযো'গে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। একইসঙ্গে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র আদালতে প্রদান করায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দে'শ প্রদান করা হয়। বাদী শহিদুল ইসলামের আইনজীবী মাকসুদা আকতার বেবি এসব ত'থ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার উত্তর বলদিয়া গ্রামের শহিদুল ইসলাম জমিজমা সং'ক্রা'ন্ত বিরোধের বরাত দিয়ে একই গ্রামের ফরহাদ হোসেন (২৩), নয়ন মিয়া (২১), শমসের আলী (৫২), ফরিদুল ইসলাম (২৫) ও তাইজুল ইসলামের নামে আদালতে না'লি'শি দ'রখা'স্ত করেন। গত ২১ সেপ্টেম্বরের ঘটনার বিবরণ দিয়ে ওই পাঁচ জনের নামে তাকে হ'ত্যাচে'ষ্টার অ'ভিযো'গ এনে তাদের বি'রু'দ্ধে গ্রে'প্তা'রি পরো'য়ানা ও সাক্ষি ত'লবের আবেদন করেন শহিদুল। 

আবেদনের সঙ্গে তিনি ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের কাগজপত্র দাখিল করেন। এসময় আদালতে উপস্থিত শহিদুলের মাথায় ব্যান্ডেজ ছিল এবং ব্যান্ডেজে মেডিসিনের চিহ্ন ছিল। কিন্তু আদালত কক্ষে বাদী শহিদুলের পান চিবানো ও ভাবভ'ঙ্গি'মা দেখে বিচারকের স'ন্দে'হ হয়।

তিনি (বিচারক) বাদীর আইনজীবীকে ব্যান্ডেজ খুলে জ'খ'ম দেখাতে বলেন এবং গু'রু'তর জ'খ'ম হলে আবেদন অনুযায়ী আদে'শের আশ্বাস দেন। এসময় শহিদুলের মাথার ব্যান্ডেজ খোলা হলে তার মাথায় কোনও জ'খ'মের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে আদালত উষ্মা প্রকাশ করে বাদীর আবেদন খা'রিজ করেন এবং আদালতকে বি'ভ্রা'ন্ত করার চেষ্টা ও প্রতা'রণার অ'ভিযো'গে শহিদুলকে জেল হাজতে পাঠানোর নির্দে'শ দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে