ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে শিপন মিয়া (২৮) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে।
শিপন মিয়া উপজেলার বাঁশজানী গ্রামের আবদুল করিমের ছেলে। শিপন পেশায় অটোচালক। ইউপি সদস্য এরফান আলী জানান, শিপন মিয়া ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মাদকসহ বিএসএফ ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে বলে তারা জানতে পেরেছেন।