নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে আত্মার। এক দেশের বিপদে আরেক দেশের পাশে থাকা প্রমাণিত। দুই দেশের রীতি নীতি ও অপূর্ব সমন্বয় ও সমঝোতায় পরিপূর্ণ। কিন্তু মাঝে মাঝে সীমান্তে ঘটে অপ্রীতিকর ঘটনা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।