শনিবার, ০৪ ডিসেম্বর, ২০২১, ০৯:০৬:৩৭

নিজেই মাটির ঝুড়ি মাথায় তুলে নিয়ে রাস্তা সংস্কারকাজে নবনির্বাচিত চেয়ারম্যান

নিজেই মাটির ঝুড়ি মাথায় তুলে নিয়ে রাস্তা সংস্কারকাজে নবনির্বাচিত চেয়ারম্যান

চার বছর আগে ভয়াবহ বন্যায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকায় রাস্তা ধসে গিয়ে খালের সৃষ্টি হয়। তিন বছর আগে সেখানে সেতু তৈরির কাজ শুরু হয়। তবে ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের অবহেলার কারণে সেতুর কাজ সময়মতো শেষ হয়নি। এতে দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে চলাচল করছেন পথচারী ও স্থানীয়রাসহ জেলার পাঁচটি ইউনিয়নের মানুষ।

এলাকাবাসীর দুর্ভোগে এগিয়ে এলেন সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। নিজেই মাটির ঝুড়ি মাথায় তুলে নিয়ে রাস্তা সংস্কারকাজে অংশ নেন। এতে প্রশংসায় ভাসছেন ওই চেয়ারম্যান।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীসহ সমর্থকদের নিয়ে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তা সংস্কারকাজে অংশ নেন পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে