বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৪:২৬

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক, জেএসসি'তেও পেয়েছে জিপিএ-৫

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক, জেএসসি'তেও পেয়েছে জিপিএ-৫

এমটি নিউজ২৪ ডেস্ক : জন্ম থেকেই দুই হাত নেই মানিকের। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। পা দিয়ে লিখে এবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে।

মানিক রহমান উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, অদম্য মেধাবী মানিক রহমানের দুই হাত নেই। 

জেএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। এবার ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মানিক রহমান বলেন, আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার জন্য দোয়া করবেন।

বাবা ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার দুই ছেলে। তার মধ্যে মানিক বড়। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। সমাজে তো সুস্থ অনেক মানুষ আছে, তাদের চেয়ে যখন রেজাল্ট ভালো করে নিজের কাছে গর্ব লাগে।

ফুলবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সুপার মো. মশিউর রহমান বলেন, মানিক রহমান ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী। সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার এসএসসি পরীক্ষা আমরা গুরুত্বসহকারে নেয়ার ব্যবস্থা করেছি। তার লেখা দেখে বোঝার উপায় নেই সে পা দিয়ে লিখেছে। আমরা আশাবাদী, সে ভবিষ্যতে ভালো কিছু করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে