রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১১:০২

এত বড় বাগাড় মাছটি দেখতে মানুষের ভিড়! ৫৮ হাজার টাকায় বিক্রি

এত বড় বাগাড় মাছটি দেখতে মানুষের ভিড়! ৫৮ হাজার টাকায় বিক্রি

এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদে আকালু নামে এক জেলের জালে ৪৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। 

মাছটি উপজেলার পাম্প মোড় এলাকায় নিয়ে আসের মাছ ব্যবসায়ী সাজু মিয়া। এত বড় বাগাড় মাছ দেখতে পথচারীসহ উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি কেটে ৫৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাগাড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি। 

উপজেলার মৎস্য অফিসার মো. নুরুজ্জামান খান যুগান্তরকে জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এ রকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এ এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে, যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে