বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৫৭:৪১

দুই মেয়ের ফেলের খবরে কাঁদতে কাঁদতে বাবার মৃত্যু!

দুই মেয়ের ফেলের খবরে কাঁদতে কাঁদতে বাবার মৃত্যু!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় দুই মেয়ের ফেল করার খবর শুনে আব্দুল গফফার (৫৪) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তার দাফন হয়েছে। গফফার দলদলিয়া দাখিল বালিকা মাদরাসার শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীরা জানান, বুধবার সকালে দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহা বন্ধ গ্রামের গফফারের দুই মেয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে বিদ্যালয়ে যান। দুই বোনই ফেল করেছেন বলে জানেন। তারা বাড়িতে এলে কান্না শুরু করে দেন। তাদের বাবা শিক্ষক গফফার ফেল করার কথা জানতে পেরে চিন্তায় অস্থির হয়ে পড়েন। বিলাপ করে কাঁদতে কাঁদতে  হঠাৎ তিনি মেঝেতে পড়ে যান। এর কিছু সময় পর তিনি মারা যান। স্থানীয় চিকিৎসকরা জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক গফফার দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। কাল তার দুই মেয়ের ফেলের খবর শুনে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে