বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১২:১১:১৩

ধরা পড়া এই বিরল মাছিটির নাম কি জানেন?

ধরা পড়া এই বিরল মাছিটির নাম কি জানেন?

এমটিনিউজ ডেস্ক: কুড়িগ্রামে ধরলা নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইল ফিস মাছ। ৪ কেজি ওজনের মাছটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফিট।

বুধবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, সকালে নদীতে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান ফারুক হোসেন, হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। এ সময় তাদের জালে ইল ফিস মাছটি ধরা পড়ে। মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।

ফারুক হোসেন বলেন, জীবনে এমন মাছ দেখেনি। সকালে মাছটি খড়া জালে আটকা পড়ে। পরে খোঁজ নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোনো কারণে হয়তো এখানে চলে এসেছে। এসব মাছ খাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে