এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৫ টাকায় এক ব্যাগভর্তি সবজির বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় দেড় শতাধিক প্রান্তিক পরিবারের সদস্য দুইশ টাকার সবজি মাত্র ৫ টাকার বিনিময়ে কিনতে পেয়ে খুশি।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন- ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ইউপি সদস্য রাশিদা, ফুলের ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয়রা।
সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগভর্তি বাজার তুলে দেন। প্যাকেজ হিসেবে আছে- একটি ডিম, এক কেজি করে ফুলকপি, সিম, লালশাক, বেগুন, মুলা, ধনিয়াপাতা ইত্যাদি; যা ৫ টাকার বিনিময়ে কিনে নেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।
ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী রহিমা বেগম বলেন, সারা দিন ভিক্ষা করে দুশ টাকা জোটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুইশ টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।
ভ্যানচালক মমিনুল বলেন, সারা দিনে যা আয় হয় তা দিয়ে নুন আনতে পানতা ফুরানোর মতো। যে জিনিসপত্রের দাম তাতে করে চাল কিনলে তরকারি কেনা দায়। সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে ব্যাগভর্তি তরকারির বাজার হবে কল্পনা মনে হচ্ছে।
ফাইট আনটিল লাইটের (ফুল) নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বাজার থেকে ৫ টাকা দিয়ে ডিমসহ ৫-৬ প্রকার সবজি ক্রয় করতে পারবেন। নির্দিষ্ট দিনে দেড় থেকে দুশ মানুষ এখান থেকে সবজি কিনতে পেরেছেন। আজকে প্রথমবারের মতো এ বাজার শুরু করলাম। সামনে আমাদের জেলার প্রতিটি উপজেলায় এ বাজার চালুর পরিকল্পনা রয়েছে।