বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:১৮:১৫

শিয়াল মারতে গিয়ে প্রাণ দিলেন বৃদ্ধা নিজেই

শিয়াল মারতে গিয়ে প্রাণ দিলেন বৃদ্ধা নিজেই

এমটিনিউজ২৪ ডেস্ক : কু‌ড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে ‌বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) না‌মে এক বৃ‌দ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার মৃত নুরুল হ‌কের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রেছেন। সম্প্রতি ওই খে‌তে শিয়া‌লের উপদ্রব বেড়ে যায়। প্রাণীগুলো পাট গাছ ভে‌ঙে ফেলে। শিয়া‌লের কাছ থে‌কে পাট গাছ রক্ষার্থে খে‌তে বৈদ্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন তিনি।

বুধবার সকা‌লে ‌বিদ্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট খেতে যান আব্দুল হাকিম। অসাবধনাবশত ফাঁদের বিদ্যুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে স্থানীয়দের খবর দেন। তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে