সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১১:১০:২৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মোল্লারচর সীমান্তে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি এবিএম সাজিদুল ইসলাম জানান।

নিহত মনসুর আলী (৪৫) উপজেলার বামনেরচর এলাকার সমেজ উদ্দিনের ছেলে। তার লাশ রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিজিবি বলছে, আসলে কী ঘটেছিল- বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর তা জানা যাবে।

রৌমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে ওসি সাজিদুল বলেন, ভারতের কুসনিমারা এলাকা থেকে গরু আনতে গিয়েছিলেন একদল বাংলাদেশি।

তিনি বলেন, ভোরে মোল্লারচর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে মনসুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা অন্যরা তার লাশ নিয়ে এসে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যান।

মোল্লারচর সীমান্তে দায়িত্বরত জামালপুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান  বলেন, গরু ব্যবসায়ীদের দ্বন্দ্বে, না বিএসএফের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন তা পতাকা বৈঠকের পর জানা যাবে। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে