কুড়িগ্রাম: কাঠমিস্ত্রি মোস্তাফিজার রহমানের মেয়ে মাহামুদা আক্তার মেঘলা চলতি বছর কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কুড়িগ্রাম শহরের রিভার ভিউ মোড় এলাকার বাবা সাথে থাকে মাহামুদা আক্তার মেঘলা। তার জিপিএ-৫ পাওয়ায় অবাক হয়েছে এলাকাবাসী। কারণ অভাবনীয় সংসার দুর করতে মায়ের সাথে বিড়ি শ্রমিকে কাজ করতো মেঘলা। কাজ করে দৈনিক আয় করতো ২৫/৩০ টাকা।
মেঘলার বাবার ভিঠে ঘর ছাড়া কোন জমি নেই। সেখানে কোনভাবে ভিঠে ঘরের চালা তুলে মানবতার জীবন যাপন করছে তারা। মেঘলার বড় ভাই তৌহিদ হাসান সৌরভ কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে একটি বইয়ের দোকানে সেলসম্যানের পোষ্টে চাকরি করে।
অভাবনীয় কষ্টের কথা বলতে গিয় মেঘলা জানায়, ক্ষুদা কী যে কষ্টের তা বলে বোঝাতে পারবো না। পড়ালেখা করা খুব ইচ্ছে থাকলেও এই অভাবনীয় সংসারে খরচ চালাই কিভাবে। অন্য দিকে ক্ষুদারও খুব যন্ত্রণা। এই ভাবে লড়াই করা খুব কষ্টের। মেঘলা আরও জানায়, ইসলাম শিক্ষার পরীক্ষার দিন বাড়িতে খাবার ছিল না। এর মধ্যে শরীরে প্রচন্ড জ্বর ছিল। না খেয়ে জ্বর নিয়ে পরীক্ষা দিতে যাই। এই অবস্থায় শরীর খুব দুর্বল হয়ে যায় । শরীরের এই অবস্থায় কি লিখেছি জানি না। ফলে শুধু এ বিষয়ে গোল্ডেন হয় নি। অথচ অন্য সব বিষয় গোল্ডেন মার্ক পেয়েছি। এ কষ্ট কোনদিন ভুলতে পারবো না।
মেঘলা আরও জানায়, উচ্চ শিক্ষা অর্জন করে চিকিৎসক হতে চাই। মানুষের সেবা করতে চাই। কিন্তু অর্থ সঙ্কট আমার স্বপ্ন পূরণে প্রধান বাধা। নিরুপায় হয়ে অভিভাবকরা বিয়ে দেয়ার কথা ভাবছেন। কিন্তু আমি এই বয়সে বিয়ে করতে চাই না। কেউ কি নেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে?
১৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ