বুধবার, ১৮ মে, ২০১৬, ১০:৩৩:৩১

ভোট চাইতে গিয়ে সন্তান প্রসব করলেন এক প্রার্থী

ভোট চাইতে গিয়ে সন্তান প্রসব করলেন এক প্রার্থী

কুড়িগ্রাম : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাইতে গিয়ে সন্তান প্রসব করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সংরক্ষিত এক নারী সদস্য প্রার্থী।  

বুধবার বিকেল ৩টার দিকে রৌমারী সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মর্জিনা খাতুন দক্ষিণ কড়াইকান্দি গ্রামে এক পুত্র সন্তানের জন্ম দেন।

পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুরো একালায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রৌমারী ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী কড়াইকান্দি গ্রামের আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রতিদিনের মতো বুধবার ভোট চাইতে বের হন তিনি। দক্ষিণ কড়াইকান্দি গ্রামে প্রচারণার সময় হঠাৎ তার প্রসব বেদনা ওঠে।  একপর্যায়ে পুত্র সন্তানের জন্ম দেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এহসানুল কবীর জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনেই ভালো আছে।

ষষ্ঠ দফায় আগামী ৪ জুন রৌমারী উপজেলার ৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে