মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩০:৪৪

রৌমারিতে ইউপি নির্বাচন, হাড্ডা-হাড্ডি লড়াই

রৌমারিতে ইউপি নির্বাচন, হাড্ডা-হাড্ডি লড়াই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আর মাত্র একটি দিন বাকি কুড়িগ্রামের রৌমারিতে  ইউ পি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চলছে ব্যাপক গনসংযোগ । ৫ জুলাই রৌমারি উপজেলার ৩টি ইউনিয়ন দাতভাঙ্গা ,ছৌলমারি, বন্দবেড় ইউনিয়ন পরিষদের নির্বাচন।

সারা দেশে গত ২০১১ সালের ১৪ জুন ইউপি নির্বাচন অনিষ্ঠিত হলেও রৌমারি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ হয়ে যায় । র্দীঘ ৯ টি বছর পর আবারো চলছে ইউপি নির্বাচনের আমেজ তাই কোন প্রার্থী বা ভোটার ঘরে বসে নেই  । কেউ আনন্দে চলছে আবার কেউ মানুষের দ্বারে দ্বারে চলছে ভোটের জন্য। তবে এ নির্বাচনে  লক্ষ করা গিয়াছে রাজনৈতিক প্রভাব পরছে  না ।

৩টি ইউনিয়ন দাতভাঙ্গা ,ছৌলমারি, বন্দবেড় ইউনিয়ন পরিষদের নির্বাচনে  মোট চেয়ার ম্যান পদে ১৯ জন প্রার্থী তাদের আশার আলোটি পেতে চলছে ভোটারের দ্বারে দ্বারে। দাতভাঙ্গ ইউনিয়নে ৭ জন, ছৌলমারিতে ৩ জন, বন্দবেড়ে ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। দাতভাঙ্গ ইউনিয়নে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও জামায়াত ও আওয়ামীলীগ একক ভাবে প্রার্থী দিয়েছে। বিএনপি ও জাতীয় পার্টি তাদের কোন প্রার্থী এই ইউনিয়ন পরিষদে অংশ নিচ্ছে না। এর মধ্যে  জামায়াত সমর্থীত উদ্দিন (ডোল ),সত্বন্ত্র প্রার্থী মোওলভি আব্দুল হাদি( রজনিগন্ধা ),আওয়ামীলীগ সমর্থীত হাবিবুর রহমান(টেবিলফ্যান) ৩ জনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে আশা ব্যক্ত করেন দাতভাঙ্গা ইউনিয়নের ভোটার আব্দুল্লাহ আল মামুন ও একই ইউনিয়নের সফিকুল ইসলাম। তবে বসে নেই জহুরুল হক(দুটিপাতা),ফরিদউদ্দিন(ফিরিজ),শামসুল হক(তালগাছ) তারা একটি করে ভোট পেতে চলছে প্রতিটি বাড়ী বাড়ী  নেই চোখে ঘুম। বন্দবেড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাইদুর রহমান  তরুন প্রার্থী সাজু মিয়া ও হাফিজুর রহমান এদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে আশা ইউনিয়ন বাসীর। তবে এই ৩ টি ইউনিয়ন পরিষদে কে হচ্ছে চেয়াম্যান সেটা দেখতে হলে অপেক্ষে করতে হচ্ছে  ৫ জুলাই পর্যন্ত।
৩ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে