সাখাওয়াত হোসেন সাখা, কুড়িগ্রাম: মোবাইল ফোন কিনে না দেওয়ায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে গলায় ফাঁস দিয়ে কামরুল ইসলাম নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের পাঞ্জরপাড়া নামক চরে এ ঘটনা ঘটে। কামরুল ওই চরের শফিক আহমেদের ছেলে ও স্থানীয় ধলাকাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
চরের ইউপি সদস্য নুরুল হক জানান, শিশুটি তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঢুষমারা থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। -বিডি-প্রতিদিন
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম