চিলমারী : কুড়িগ্রামের চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক মো. হারুন অর রশিদ বাদশা (৩৯) ৩ বছরের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন দীর্ঘদিনেও তার সন্ধান না পেয়ে চিলমারী মডেল থানায় একটি জিডি করেছে (জিডি নং-২৬০)।
চিলমারী মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ঠা জুন বিকালে তার নিজ বাড়ি চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পাটোয়ারী গ্রাম থেকে কর্মস্থল চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের খাতা নেয়ার জন্য বোর্ডের উদ্দেশে বের হয়ে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজন তার অপেক্ষায় থাকেন। তবে এর আগেও ২০১২ সালে তিনি আরো একবার নিখোঁজ হন। পড়ে প্রায় ৬ মাস পর তিনি বাসায় ফিরে আসেন।
চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন থেকে মোঃ হারুন অর রশিদ নিখোঁজসহ কলেজে উপস্থিত না থাকায় তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা সংঘটিত হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা ও ছবি সংগ্রহ করা হচ্ছে। এরই পেক্ষিতে চিলমারীতেও নিখোঁজ হওয়ায় ব্যাক্তিদের খোঁজসহ তাদেও তালিকা করা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. শামছুল আলম জানান, দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকায় হারুন অর রশিদ বাদশার ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। হারুন অর রশিদ বাদশা রানীগঞ্জ পাটোয়ারী এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব আঃ হাকিমের ছেলে। ২০০৪ সালে তিনি চাকরিতে যোগদান করেন।
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সৈকত/এমএম