কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটনে দোকানে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক ঝন্টু ও জাসদ সমর্থক রাজা মাস্টার পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ঝন্টুর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মাস্টারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাজা মাস্টারের লোকজনকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ও দুটি বোমার বিস্ফোরণ ঘটালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রাজা মাস্টার গ্রুপের ১৫ জন ও ঝন্টু গ্রুপের ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম