কুষ্টিয়া থেকে : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের নামে আরেকটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চান। বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য হচ্ছে আরেকটা নির্বাচনকালীন সরকার গঠন করা নয়, একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আর এই অস্বাভাবিক সরকার আসলে খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠিকে যেমন রক্ষা করতে পারবেন তেমনি চুরি দুর্নীতির মামলা থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। খালেদা জিয়া ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কোন নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহন না করে নির্বাচনকে বানচাল করতে চান। সেই কারণে তিনি ৫ জানুয়ারীর নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চক্রান্ত করেছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ।
১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস