কুষ্টিয়া থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্র দাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শনিবার কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘ইসলামকে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্র দাহ হয়েছে।
হানিফ বলেন, বর্তমান সরকার ভারতের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি। ২০০২ সালে বেগম খালেদা জিয়া চীনের সাথে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান। যেহেতু তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী, তাই উনার পাকিস্তানের সাথে সবকিছু করতে ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কোন কিছু তার পছন্দ নয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউর ইসলামকে জেলা আওয়ামীলীগের দেয়া গণসংম্বর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
১৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস