রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ১২:০২:৫৫

লাঠির আঘাতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

লাঠির আঘাতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

ঢাকা : এবার লাঠির আঘাতে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মীর শাহীন আলী (৩০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরচারা গ্রামের মীর রেজওয়ান আলীর ছেলে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শাহীন আলীর বড় ভাই আবদুর রাজ্জাক জানান, সকাল সাড়ে সাতটার দিকে শাহীন বাড়ি থেকে ৩০০ গজ দূরে নিশ্চিন্তপুর গ্রামে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সেখানে এক যুবক তাঁকে খেপিয়ে দেয়। ​এ নি​য়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। একপর্যায়ে এক যুবক লাঠি দিয়ে শাহীনের মাথার পেছনে আঘাত করে। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান ​তিনি। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, শক্ত কিছু দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আনিস নামের এক যুবককে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করা হবে। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে