হামলাকারীরা জামায়াত-বিএনপির : হানিফ
কুষ্টিয়া : কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই প্রকাশনা সংস্থায় হামলার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। এরা জামায়াত-শিবির বিএনপির খণ্ডিত অংশ। তারা বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আজকে ব্লগারদের ওপর হামলা এটা তাদেরই অংশ।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্লগারদের বা মুক্তচিন্তার মানুষদের ওপর হামলাকারীরা দেশ ও সরকারকে অস্থীতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়।
আজ দুপুরে রাজধানীর লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে।
এর কয়েক ঘণ্টা পর বিকেলে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অপর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�