নিউজ ডেস্ক: স্বাভাবিক জীবনে ফিরে আসায় জঙ্গি সালাউদ্দিন আহম্মেদ সুজনকে ৫ লাখ টাকার চেক দিয়েছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলন করে র্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর এ চেক দেন।
এসময় তিনি জানান, গেলো বছরের ১৫ ডিসেম্বর স্বাভাবিক জীবনে ফিরে আসতে র্যাবের দেয়া সুযোগ গ্রহণ করে সালাউদ্দিন আহম্মেদ সুজন (৩৪)। পরে আত্মসমর্পণ করে সে। আত্মসমর্পণের পর তাকে বিচারের সম্মুখীন করা হয়। সম্প্রতি তিনি কুষ্টিয়া আদালত থেকে জামিনে বের হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সুজনকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ৫ লাখ টাকার চেক দেয়া হয়। চেক প্রদানের সময় সুজনের আত্মীয়-সজন উপস্থিত ছিলেন।
সুজন কুষ্টিয়ার খাজানগরে একটি চালকলে কর্মরত ছিল। একসময় সে জঙ্গি সংগঠন জেএমবি দলের সঙ্গে জড়িয়ে পড়ে।
সালাউদ্দিন আহম্মেদ সুজন রাজশাহী জেলার বাঘা উপজেলার দাঁদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস