জঙ্গির সুইচ হাতে নিয়ে খালেদার ঐক্যের প্রস্তাব : ইনু
কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি তাণ্ডবের সুইচ হাতে নিয়ে সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে খালেদা জিয়ার তামাশা ছাড়া কিছুই নয়।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
জাসদ এ জনসভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে অবশ্যই ঐক্য হবে। তবে তা হবে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। জাতীয় ঐক্যে তাদের কোনো জায়গা নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা মানে কার্যত জঙ্গিদের হালাল করার রাজনীতি ছাড়া আর কিছুই নয়।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শরীফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা করিম শিকদার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�