মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:১৫:৩০

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলার কারিডোরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মারুফ খান নামে ওই ছাত্রদল কর্মী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মারুফ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল’ নামে পেজের একটি পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। মঙ্গলবার মারুফ ক্লাস করতে এলে তাকে অনুষদ ভবনের করিডোরে ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরে ঘটনাস্থলে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত হয়ে মারুফকে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালযের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে পাওয়া মাত্রই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’

ইবি থানার ওসি রতন শেখ বলেন, তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, প্রধানমন্ত্রীর নামে এমন মন্তব্য কোনোভাবে সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষার্থীকে বহিষ্কারসহ এর যথাযথ বিচার দাবি করছি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে