শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০৮:২৬:৩৩

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : হানিফ

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো ভূমিকা ছিলো না।

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যেই মূলত স্বাধীনতার মূল ঘোষণা ছিলো। পুরো জাতি এ ভাষণে উজ্জীবিত হয়ে নয় মাস যুদ্ধ করেছিলো। স্বাধীনতা বিরোধীরা এই সকল ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। এ বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ গণহত্যা হয়েছিলো তার আন্তর্জাতিক স্বীকৃতি চান তিনি।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক ‘মৃতুঞ্জয়ী মুজিব’-এর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহবুব-উল আলম হানিফ। এরপর সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-মহান স্বাধীনতা দিবস-২০১৮ উদ্যাপন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. আব্দুল হাই, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে