বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৩১:১৬

পার্কে অশালীন কাজ করার সময় ১১ যুগলকে জরিমানা, ৩২ জনকে মুচলেকা

পার্কে অশালীন কাজ করার সময় ১১ যুগলকে জরিমানা, ৩২ জনকে মুচলেকা

কুষ্টিয়া: পার্ক দেয়া হয় মানুষের হাটা-চলার জন্য। মানুষ প্রাণবন্ত, সতেজ থাকার উদ্দেশ্যে এক ঝলক হেঁটে যেতে পার্কে আসেন। আর এই পার্কেই যখন যুগলেরা বসে অশালীন কাজকর্ম করে, তখন তো তাদের শাস্তি অনিবার্যই।

কারণ এতে আশেপাশের মানুষের সমস্যার সৃষ্টি হতে পারে। এবার পার্কে অশালীন কাজ করার সময় ১১ যুগলকে জরিমানা, ৩২ জনকে মুচলেকা।

এরকমই কুষ্টিয়ার একটি শিশু পার্কে বসে অশালীন কাজ করায় ১১ যুগলকে বৃহস্পতিবার ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৩২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়েছিল। পরে পার্ক চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মো. জহির রায়হানের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, এবিএম আরিফুল ইসলাম, ফারিয়া সুলতানা ও এমএম মুহাইমিনুল আল জিহান।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে