সোমবার, ১৪ মে, ২০১৮, ০৬:১৪:২২

‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’

‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’

ইসলামী বিশ্ববিদ্যালয়: কোটা বাতিলের ঘোষণায় প্রজ্ঞাপন না হওয়ায় ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’ এমন স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সোমবার বেলা ১১টা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে আন্দোলনকারীরা প্রধান ফটকে মানববন্ধন করেন। তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘যত চাস রক্ত নে, কোটা থেকে মুক্তি দে; মা দিবসে করছি পণ, ফিরব নিয়ে প্রজ্ঞাপন; প্রজ্ঞাপনে কালক্ষেপণ, আন্দোলনের বীজ বপন; আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন; কোটায় কোটায় সয়লাব, মেধাবীদের কি লাভ? বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পাশেই ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ এবং প্রক্টরিয়াল বডির অবস্থান লক্ষ্য করা যায়।

অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা রমজানের মধ্যেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রের যে কোনো কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে