জেলা প্রতিনিধি কুষ্টিয়া : নাজমুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০ হাজার টাকা সহায়তা করেছেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম। সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে তিনি নাজমুলের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় নাজমুলের দিনমজুর বাবা আজিজ হোসেন ও মা নাসিমা খাতুন ও হালসা ডিগ্রি কলেজের শিক্ষক ইমাজ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আমিও অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অর্থাভাবে নাজমুলের মতো অদম্য মেধাবী একজন ছাত্র চান্স পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে ফেলি ছেলেটিকে সহযোগিতা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হাতে নগদ টাকা তুলে দেয়ার পাশাপাশি নাজমুল যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে তার সব ব্যবস্থা তিনি করবেন বলে ঘোষণা দেন।
তিনি নাজমুলকে বলেন, তোমার যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি। নাজমুলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দৃঢ়তা ও মনোবল রেখে সামনের দিকে এগিয়ে যাও। ছাত্রাবস্থায় আমি নিজেও টিউশনি করে পড়ালেখার খরচ চালিয়েছি। ঢাকায় প্রচুর টিউশনির সুযোগ রয়েছে। তুমি অবসর সময় টিউশনি করে পড়ালেখার খরচ জোগাড় করতে পার।
এদিকে সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ নাজমুলের হাতে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা তুলে দেন।-জাগো নিউজ